1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
৮ অগ্রহায়ণ, ১৪৩১
Latest Posts
📰সাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 📰আশাশুনির গাজীপুর মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি এতিমের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য রোধের আবেদন📰প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন📰আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস📰অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ২📰উপকূলীয় জীবনের সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন📰‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা📰বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন📰আশাশুনির বুধহাটা ক্লাস্টারের দুরাবস্থাগ্রস্থ ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের ঝুঁকির মধ্যে চলছে ক্লাশ 📰আশাশুনিতে উপজেলা শুমারী  কমিটির সভা অনুষ্ঠিত

আশাশুনি খবর আশাশুনি খবর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৩২৬ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনির প্রতাপনগরে প্রতিপক্ষ কর্তৃক
মজিদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগরে প্রতিপক্ষ কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে বেকায়দায় ফেলানোর পায়তারায় আব্দুল মজিদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলার প্রতাপনগরের মৃত. সুরোত আলী সানার ছেলে আব্দুল মজিদ জানান, তিনি প্রতাপনগর মৌজার হাল ৪০২২ দাগে ১২ শতক ও হাল ৪০৮৩ দাগে ৯ শতক জমি নুরুল হক চৌধুরির নিকট থেকে বিগত ২৬ অক্টোবর’১৬ তারিখে ৩৬০৮ নং দলিল মূলে ক্রয় করে বেড়া দিয়ে পুকুর, বসতবাড়ী ও মৎস্যঘের করে শান্তিপূর্ণ ভোগ দখলে আছেন। পরবর্তী বছর ২২ জানুয়ারী’১৭ একই গ্রামের মৃত. মোরশেদ সরদারে ছেলে আজিজুল ও আব্দুল জব্বার দিং সহকারি জজ আদালতে (আশাশুনি) টাকা আমানতের ৯/১৭ নং মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে গত ২১ মে’১৯ আজিজুল ও আব্দুল জব্বার দিং’র পক্ষে ডিক্রী হয়। উক্ত রায়ের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর’১৯ আব্দুল মজিদ জেলা দায়রা জজ আদালতে ৫৯/১৯ নং আপিল কেস দায়ের করেন। আদালত পূর্বের রায় স্থগিত করে দু’পক্ষকে স্থিতিতাবস্থায় থাকার নির্দেশ দেন এবং আগামী ৮ জানুয়ারী’২০ শুনানীর দিন ধার্য করেছেন। এরই মধ্যে গত ১৫ ডিসেম্বর আজিজুল ও জব্বার সঙ্গীয় লোকজন নিয়ে আব্দুল মজিদের ক্রয়কৃত ভোগ দখলীয় সম্পত্তি দখল করতে আসলে মজিদ সংঘাতে না গিয়ে থানা পুলিশে বিষয়টি অবহিত করেন। পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রেখে আদালতের রায় না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্ব-বস্থানে াকার জন্য মৌখিকভাবে নির্দেশনা দেন। আব্দুল মজিদ আরো বলেন, আমি বা আমার কোন লোকজন লুটপাট বা ঘের দখলের কোন ঘটনা ঘটায়নি বা আমি প্রতিপক্ষের দেড় লক্ষাধিক টাকার কোন ক্ষয়ক্ষতি করিনি। কিন্তু প্রতিপক্ষ আজিজ ও জব্বার গংরা কিছু সাংবাদিকের মিথ্যা তথ্য দিয়ে ভুল বুঝিয়ে আমাকে বেকায়দায় ফেলাতে বা উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাতে আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় নানা শিরোনামে উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন করিয়েছেন। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি। এ ঘটনায় আব্দুল মজিদসহ তার পরিবার সুষ্ঠ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বড়দলে গাছ থেকে পড়ে গাছির মৃত্যু

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে নারিকেল গাছ ঝুড়তে গিয়ে (পরিস্কার করতে গিয়ে) গাছ থেকে পড়ে গাছুড়ির মৃত্যু হয়েছে। শনিবার বিকালে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামের মৃত সাখাওয়াত হোসেন সরদারের পুত্র আবুল কালাম আজাদ (৪৬) একজন পেশাদার নারিকেল গাছ ঝুড়ি। তিনি প্রতিবছর এলাকার নারিকেল গাছ ঝোড়ার কাজ করে থাকেন। তিনি মৃগী রোগি ছিলেন। গত ৩ দিন তিনি গোয়ালডাঙ্গা গ্রামের চতুর শীলের পুত্র সঞ্জয় শীলের বেড়ে নারিকেল গাছ ঝুড়ছিলেন। শনিবার ৩য় দিনে তার বেড়ে গাছ ঝুড়াব্স্থায় দুপুর ২ টার দিকে সঞ্জয়ের সাথে তার সবশেষ কথা হয়। এরপর সঞ্জয় চলে গেলে সে যথারীতি গাঝ ঝুড়ছিলেন। ধারনা করা হচ্ছে এরপর তিনি গাছ ঝোড়ার সময় গাছের মাথায় থাকা অবস্থায় মৃগী রোগ শুরু হলে তিনি গাছ থেকে নীচে পুকুরের মধ্যে পড়ে পনিতে ডুবে মারা যান। এদিন তারা কেউ বেড়ে না যাওয়ায় ঘটনা জানাজানি হয়নি। রোববার তার খোঁজে তার ভাই আঃ সালাম সঞ্জয়দের বাড়িতে আসলে সে গাছ ঝুড়তে এসেছিল কিন্তু টাকা নিতে না এসে চলেগিয়েছে বলে জানান। দুপুর ১ টার দিকে সঞ্জয়ের স্ত্রী গাছের পাতা আনতে গিয়ে পুকুর থেকে পাতা তুলার সময় তার মৃতদেহ দেখতে পায়। তার ব্যবহৃত দা গাছের মাথায় নারিকেলের ডালে (বাগড়োয়) আটকানো ছিল। এরিপোর্ট লেখা পর্যন্ত এসআই মামুন ঘটনাস্থলে ছুরতহাল রিপোর্ট করছিলেন।

পল্লী চেতনা অচখঊ প্রকল্পের
গরু মোটাতাজাকরন বিষয়ক প্রশিক্ষণ

আশাশুনি প্রতিনিধি : ইউকে এইড এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের এর সহযোগিতায় পল্লী চেতনা কর্তৃক বাস্তবায়িত অচখঊ প্রকল্পের আওতায় গরু মোতাতাজা করণ বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সাতক্ষীরায় জোড়দিয়ায় পল্লী চেতনা নারী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে দু’দিনের এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
আশাশুনি ও সদর উপজেলার ৩০টি ভূমিহীন প্রান্তিক ও জলমহাল দলের ৩০ জন সুবিধাভোগী সদস্যদের সমন্বয়ে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার পরিচালক মোঃ আনিছুর রহমান। তিনি সংক্ষিপ্তভাবে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্যসহ প্রশিক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষক ছিলেন, আশাশুনি উপজেলা উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা এসএম তোফায়েল আহমেদ। দ্বিতীয় দিন প্রশিক্ষক ছিলেন সাতক্ষীরা সদরের উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ। প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর ছিলেন অচখঊ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী এবং কোর্স সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেন ফাইন্যান্স এন্ড এ্যডমিন অফিসার পরিমল কুমার ঢালী। প্রশিক্ষণে গরু নির্বাচন, ক্রয় ও বিক্রয়, গরুর বাসস্থান, যতœ ও পরিচর্যা, কৃমি ও তার প্রতিকার, গরুর রোগ, রোগের কারণ, রোগের প্রকারভেদ, সংক্রামক রোগের টিকা, খাদ্য ও তার প্রকারভেদ, খাদ্য উপাদান ও তার কার্যাবলী, গরুর খাদ্য চাহিদা নিরুপন, খাদ্য প্রস্তুতের শর্তাবলী, সবুজ ঘাস উৎপাদন ও সরবরাহ, কাচা ঘাস সংরক্ষণের গুরত্ব ও পদ্ধতি, ভেজা খড় সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি, ইউরিয়া ও চিটাগুড় মিশ্রিত খড় প্রস্তুত ও প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আশাশুনিতে পুলিশী অভিযানে
গ্রেফতার- ৩

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই সঞ্জীব সমদ্দার অভিযান চালিয়ে নিয়মিত মামলা ১৬(১২)১৯ এর আসামী মনিপুর গ্রামের অহেদ আলি গাজীর পুত্র জিনারুল ইসলাম ও মোঃ জিয়াউর রহমান, জিয়াউর রহমানের স্ত্রী সাবিনা আক্তারকে গ্রেফতার করেন।

বুধহাটা ইসলামী ব্যাংকের বর্ষপূর্তিতে
দোয়া ও আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে অবস্থিত বুধহাটা ইসলামী ব্যাংক (আউটলেট) শাখার ১ম বর্ষ পূর্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ব্যাংকের শাখা অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক মেসবাহুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি আলিয়া মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আযাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বুধহাটা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওঃ জাহিদুর ইসলাম, বেউলা ওসমানিয়া মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুল হান্নান, ইনসাব মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী মাওঃ আশরাফুল আলম, শিক্ষক মাওঃ আব্দুল ওহাব, ব্যবসায়ী রবিউল ইসলাম, আলহাজ্ব রিজাউল হক প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুর রাজ্জাক।

জোড়দিয়ায় শিক্ষকের বাড়িতে চুরি

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়ায় রাতের আধারে এক শিক্ষকের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। পারিবারিক সূত্রে জানাগেছে, ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের অমূল্য বাছাড়ের ছেলে শিক্ষক সত্যরঞ্জন বাছাড় শনিবার দিবাগত রাতে পরিবার নিয়ে স্থানীয় মন্দিরে কালিপূজা দেখতে যান। পূজা দেখে বাড়িতে ফিরে তারা দেখতে পান ঘরের দরজার তালা ভাঙ্গা এবং ঘরের ভিতরের আলমারীতে রক্ষিত নগদ ২৫ হাজার টাকা ও স্বর্ণলাঙ্কর নিয়ে যায় চোরের দল। জোড়দিয়া গ্রামে হঠাৎ চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় জনমনে আতংকের সৃষ্টি হতে দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd