সাতক্ষীরা ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ সুন্দরবন উপকূলীয় বুড়িগোয়ালীনি ইউনিয়নের কয়েক শ’ পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকেও ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার (১১ নভেম্বর) বিকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউপি পরিষদ চত্ত¡রে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন ৯ ইস্ট বেঙ্গল ৫৫ যশোর পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন এফএস জিসান।
বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল বলেন, ‘ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে আমার ইউনিয়ন লন্ডভন্ড হয়ে গেছে। কাচা ঘর সব নষ্ট হয়ে গেছে, কাচা ঘরের টিন ও এ্যালবেস্টার উড়ে গেছে। চিৎড়ি ঘের ও ধানের জমি পানিতে একাকার হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ কয়েক শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনী সদস্যরা।
Leave a Reply