স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগ “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের পলাশপোলস্থ সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা এড. এএফএম এন্তাজ আলীর বাস ভবনে ৭ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ছাত্ররা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রশ্ন, মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিষয়াবলী গল্প, আলোচনা ও বিভিন্ন প্রশ্নের উত্তর করেন বীর মুক্তিযোদ্ধা মৃত. এড. এএফএম এন্তাজ আলীর পরিবার। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মৃত. এড. এএফএম এন্তাজ আলীর পতœী পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নাদিরা আলী, বড় ছেলে জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, মেজ ছেলে পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক মোহাম্মাদ আলী সুজন, সেজ ছেলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক ও পৌর তাঁতীলীগের সভাপতি সাংবাদিক মেহেদীআলী সুজয়, ছোট ছেলে মাহফুজ আলী সুজল, সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইয়াহিয়া ইকবাল, ৭ম শ্রেণীর ছাত্র জিহাদ, নাফিজ ইকবাল নিয়ন, জিহাদ, অহিন, সাদিক প্রমূখ। এসময় সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা বীর মুক্তিযোদ্ধা মৃত. এড. এএফএম এন্তাজ আলীর পরিবারকে ফুলের তোড়া হাতে দিয়ে শুভেচ্ছা জানান।
Leave a Reply