সাতক্ষীরা পৌরসভার ০১ নং ওয়ার্ডের কাটিয়ায় ডাবল সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ডাবল সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পৌরসভার ০১ নং ওয়ার্ডের কাটিয়ায় ডাবল সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম ও মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আরা।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, নির্মাণ কাজের ঠিকাদার হাফিজুর রহমান খান বিটু প্রমুখ। পৌরসভার ০১নং ওয়ার্ডের কাটিয়া জেলা কারাগারের জেলগেট হতে নব-নুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমূখে গুরুত্বপূর্ণ এ সড়কটি নগর উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় বাস্তবায়িত হচ্ছে । ৩০০ মিটার ডাবল সিসি ঢালাই রাস্তা ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *