দৃষ্টিপাত পরিবারকে শুভেচ্ছা জানাতে দৃষ্টিপাত ভবনে সম্পাদক ও সাংবাদিকরা

দৈনিক দৃষ্টিপাতের উনিশ বছরে পদার্পনে দৃষ্টিপাত পরিবারকে শুভেচ্ছা জানাতে এবং দৃষ্টিপাতের পথচলায় স্বাগত জানাতে দৃষ্টিপাত সম্পাদক সহ দৃষ্টিপাত পরিবারের সাথে মত বিনিময় করেন সাতক্ষীরার সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকরা। স্বজনদের সাথে মত বিনিময় করেন কালের চিত্র সম্পাদক সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক ও প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি আবুল কালাম আজাদ, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, সিনিয়র সাংবাদিক প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পী, প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাপ্তাহীক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা দৃষ্টিপাত সম্পাদক সহ পরিবারকে শুভেচ্ছা জানান। সাতক্ষীরার সম্পাদক, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের মাঝে সৌহাদ্য, সম্প্রীতি আন্তরিকতা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র যেন জাগ্রত থাকে এমন আলোচনা ছিল উপস্থিত সম্পাদকসহ সাংবাদিকদের মাঝে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *