জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে সাতক্ষীরা পুলিশের তাল গাছ রোপন

সাতক্ষীরা জেলা পুলিশিএর পক্ষ হতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে ১৯৭১টি তালের চারাগাছ রোপণ করেছে । শনিবার সকালে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের দুই ধরে আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তালের চারাগাছ রোপন উদ্বোধন শুরু করেন।
পুলিশ নারী কল্যাণ সমিতি সাতক্ষীরা শাখার সভানেত্রী পুলিশ নাদিরা আফরোজের নেতৃত্বে নারী পুলিশের একটি চৌকস দল এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসুচিতে আরো অংশ নেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. আবুল কালাম বাবলার নেতৃত্বে সংগঠনের সদস্যগণ ।

বজ্রপাতে মৃত্য ঠেকাবে তালগাছ- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উক্তিকে প্রতিপাদ্য করে তালের চারা রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দীন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সস্পাদক মমতাজ আহমেদ বাপি, প্রথম আলোর স্টাফ রিপোটার কল্যাণ ব্যানার্জীসহ পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে ১৯৭১টি তাল গাছের চারা রোপনের ফলে সাতক্ষীরা বাইপাস সড়কে নান্দনিক দৃশ্যের সৃষ্টি হবে। ছায়া সুনিবিড় অবারিত মাঠের মাঝে ফুটে উঠবে চোখ জুড়ানো মনোরম দৃশ্য। পরিবেশ হবে সুরক্ষিত। মানুষ বজ্রপাত থেকে রেহাই পাবে। সুনিবিড় গাছের শীতর ছায়ায় বসে পথিক জুড়াবে প্রাণ। এমনটি আশা করছেন জেলার মানুষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *