জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭এর সদর উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আজ বুধবার সকার ১০টায় সাতক্ষীরা স্টডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরির সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আনিসুর রহমান, জেলা ফুটবল এসোসিয়নের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভির আহমেদ সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা প্রশাসন, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলার এবং ইউনয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
খেলা উদ্বোধন কালে বক্তরা বলেন বঙ্গবন্ধু ভাল ফুটবল খেলতেন, ভাল খেলা নয় তিনি ভাল প্লেয়ার ছিলেন। এমনকি তিনি গোপালগঞ্জ জেলা ফুটবল দলের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ও বাঙালী ফুটবল প্রিয়। ফুটবল আমাদের খেলা প্রাণ ও অস্তিত্তের সাথে মিশে আছে। মাঝে কিছুদিন এ খেলা হারিয়ে যেতে বসেছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ প্রধানমন্ত্রী হওয়ার পর এ খেলার অস্তিত্ব ফিরিয়ে আনতে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ যুব সমাজকে বিভিন্ন ভাবে অনুপেরণা দিয়েছেন। খেলা মাদক, জঙ্গি, সন্ত্রাস ও সমাজ পরিবর্তনের সহায়ক। এমনকি শরীর ঠিক রাখে। শুধু বিজয়ী হওয়ার জন্য খেলা নয়। সকলের প্রতি শ্রদ্ধা, ভালবাসা রেখে জয়ের জন্য প্রতিযোগিতা করার নাম খেলা। বিজয়ী হওয়ার উদ্দেশ্যে উন্নত খেলা প্রদর্শন করায় মুল কথা। প্লোয়ারা সব সময় সুস্থ্য ও সুন্দর থাকার জন্য ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা প্রজনন ক্ষেত্র ধ্বংশে নিজে ও পাশের লোকটিকে সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। উদ্বোধনী খেলায কুশখালি ও বল্লী ইউনয়ন পরিষদ খেলায় অংশ গ্রহণ করে।
Leave a Reply