নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রাণ সায়র খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এই অবৈধ স্থাপনা উচ্ছেদে সদর এসিল্যান্ড নুর আলম রনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা, মুরশিদা পারভীন এর পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সাতক্ষীরাবাসী প্রাণ সায়র খালের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের প্রবাহ ফিরিয়ে আনা এবং সৌন্দর্য বর্ধনের দাবি জানিয়ে আসছিল। সর্বশেষ গত ২৫ জুলাই জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল পহেলা আগস্ট হতে প্রাণ সায়ের খালের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানোর ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার ও সন্ধ্যা থেকে সাতক্ষীরা শহরে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় প্রাণ সায়র খালের দু’ধারে যাদের অবৈধ স্থাপনা রয়েছে তারা যেন নিজ দায়িত্বে এসকল স্থাপনা তুলে নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা বলেন, প্রাণ সায়র খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। অভিযানে খালের দুই পাড়ের প্রায় ৫০০ শতাধিক অবৈধ স্থাপনা ভাঙ্গা হবে।
Leave a Reply