সাতক্ষীরা জেলা সংবাদপত্র পরিষদের এক সভা শনিবার বেলা ১২টায় দৈনিক দৃষ্টিপাত ভবনে পরিষদের আহবায়ক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার মান উন্নয়নে ও নানান সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। একই সাথে সংবাদপত্রের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা, সাতক্ষীরা প্রেসক্লাবে সিনিয়ার সাংবাদিকদের সন্ত্রাসী কর্তৃক লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানান হয়। সভায় বক্তব্য রাখেন দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, দৈনিক আজকের সাতক্ষীরা সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, দৈনিক সাতনদী হাবিবুর রহমান, দৈনিক পত্রদূদের ভারপ্রাপ্ত সম্পাদক লাইলা পারভিন সেঁজুতি, সপ্তাহিক সূর্য্যরে আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাপ্তাহিক মুক্তস্বাধীন সম্পাদক মো. আবুল কালাম। সভার সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা থেকে নিয়মিত প্রকাশিত সংবাদপত্র সমূহকে পরিষদের সদস্য হওয়ার জন্য আবেদন করার আহবান জানানো হয়।
Leave a Reply