শনিবার প্রচার হবে শিক্ষানীয় শিশুতোষ নাটক ‘আশার আলো’

শনিবার সকাল সাড়ে ১১টায় প্রচার হবে শিশুতোষ নাটক ‘আশার আলো’ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এক যোগে প্রচার হবে। মোঃ মুছা করিমের সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরার বিভিন্ন স্থানে চিত্রায়িত নাটক আশার আলো। আশিক মুখোপাধ্যায়ের রচনা ও নির্দেশনায় এবং মোঃ মাহফুর রহমানের প্রযোজনায় বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের একঝাঁক তরুণ-তরুণীরা উক্ত নাটকে অভিনয় করেছেন। পুরাতন সাতক্ষীরা এড. সরদার সাইফ এর ছোট ভাই আসিফুল আলম (আসিফ) এ নাটকের কেন্দ্রীয় চিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত মুছা করিম স্যার ও আশীষ মুখোপাধ্যায় স্যারের নিকট কাজ শিখছি। আমরা এ সফলতা উহাদেরই অবদান। উহাদের কাছে আমি কৃতজ্ঞ। এছাড়া আরো অভিনয় করেছেন, আরিফুজ্জামান আপন, তামান্না, অতুল ঘোষ, অনুজিত মন্ডল, মুছা করিম, পপি, রিয়া, ইব্রাহিম, মনির, মালেক গাজী, লিপিকা রাণী, শামীমা, ফুল, প্রিন্স, সাইফুল, মাসুম, রিমি। নাটকটিতে বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতার বিষয়টি ফুটে উঠেছে। উক্ত নাটকটি উপভোগ করার জন্য সকলকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *