নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিকাশ ডিষ্ট্রিবিউশন প্রাইম মিডিয়ার স্বত্বাধিকারী ওমর ফারুক এজেন্টদের ৪ কোটি টাকা আত্মসাৎ এর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলার বিকাশ এজেন্টদের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্করস্থ শহিদ মিনার পাদদেশে জেলা বিকাশ এজেন্ট সংগঠনের সভাপতি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিকাশ এজেন্ট সংগঠনের সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, সহ-সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিন রাজু, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার রাজু, আনন্দ রায় প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ব্র্যাক এনজিও সংস্থার নিজস্ব প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং বিকাশ। সাতক্ষীরা জেলা বিকাশ ডিষ্ট্রিবিউশন প্রাইম মিডিয়ার স্বত্বাধিকারী ওমর ফারুক তাদের নিয়োগ দেওয়া লোক। আমরা বিকাশ প্রতিষ্ঠানকে চিনি ওমর ফারুককে চিনিনা। ব্র্যাক যদি আমাদের পাওনা টাকা ফেরত না দেয় তাহলে আমরা সাতক্ষীরাসহ বিকাশের সকল প্রতিষ্ঠান বন্ধসহ ব্র্যাকের সকল কর্মকান্ড কঠোর আন্দোলনের মাধ্যমে বন্ধ করে দেব এবং এজেন্টের সকল সমস্যার সমাধান না করে সাতক্ষীরায় কোন ডিস্ট্রিবিউটর না দেওয়ার অনুরোধ জানান বক্তারা। এছাড়া আগামী রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply