জাতীয় শোক দিবস পালনে সাতক্ষীরা মহিলা আ’লীগের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারবর্গের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ আগস্ট) বেলা ১১টায় জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যো¯œা আরা’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মহিদ বুলু, লাছমিন হোসেন, জেসমিন চৌধুরী, কোহিনুর ইসলাম, ইসমত আরা, যুগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেঁজুতি, সুলেখা দাস, রুখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদিকা মাহফুজা রুবি, সোনিয়া পারভীন শাপলা, তৈয়েবা, মনোয়ারা আমিন, শিমুন শামস্, মনোয়ারা খাতুন, তানিয়া সুলতানা, সোনালী, ফাইমা আক্তার, মমতাজ বেগম ও গুলশানারা প্রমুখ। যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারবর্গের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *