আয়বৃদ্ধির কর্মসূচিতে হতদরিদ্র মানুষের মাঝে ভ্যানগাড়ি বিতরণ

৮আগস্ট’১৯ ইং তারিখে সাতক্ষীরা পৌরসভাস্ত বাটকেখালী সিডো কার্যালয়ে প্রাপ্তসীমায় বসবাসকারী মানুষের মাঝে আয় বৃদ্ধিমুলক কর্মসুচির ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। সিডো সাতক্ষীরার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিডো প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশিস সরদার, বিশেষ অতিথি সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মোঃ মিজানুর রহমান, পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহিনুর রহমান।
প্রধান অতিথি বলেন, সরকার দরিদ্র মানুষের উন্নয়নে নানামুখি উদ্যোগ করেছে, যার ফলোশ্রুতিতে দেশ দ্রত গতিতে এগিয়ে যাচ্ছে। এছাড়া সরকারের পাশাপাশি বেসরকারী সংগঠনগুলোও এগিয়ে এসেছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রাপ্তসীমায় বসবাসকারী মানুষের উন্নয়নে যে উদ্যোগ নিয়েছে, সেটিকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। তিনি আরোও বলেন, আপনারা যারা ভ্যানগাড়ি পাচ্ছেন এটি রক্ষনাবেক্ষন করবেন এবং এটি থেকে আপনার আয়ের পথবৃদ্ধি পাবে এবং জীবন যাত্রার মান পরিবর্তন হবে আমরা আশাবাদী। এখানে মোট ১৪টি ভ্যানগাড়ি বিতরন করা হয় এখানে অত্র এলাকায় বহু নারী পুরুষ নারী উপস্থিত ছিল। অনুষ্ঠানে সহযোগি হিসাবে সিডো সংস্থার আবুল কাশেম, আগষ্টিন গাইন, সোহেলী আক্তার ও মায়া রানী দাশ। প্রেস বিজ্ঞপ্তি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *