আশাশুনির পিরোজপুরে একই পরিবারের দু শিশু পানিতে ডুবে একজনের করুন মৃত্যু

 
খাজরা প্রতিনিধিঃ
শুক্রবার(২রা আগষ্ট) সকাল দশটার সময় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে একই পরিবারের দুই শিশু ছেলে পানিতে ডুবে একজনের মৃত্যু আরেকজন মারাত্বক আহত হয়েছেন।
পিরোজপুর গ্রামের আজিজ গাজীর বড় ছেলে বিল্লাল হোসেন এর ছেলে জুয়েল(৭) ও আঃ রব গাজীর একমাত্র হাফেজ পড়–য়া ছেলে হামিম হোসেন (১০) ফুটবল খেলার সময় পানিতে ডুবে যায়। হামিম ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। জুয়েলকে প্রথমে প্রাথমিক চিকিৎসা শেষে কয়রা উপজেলার জায়গীরমহল স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আছে।
সকাল নয়টার দিকে দুই ভাই পার্শ্ববর্তী বিলে যায় ফুটবল খেলতে। বল পাশের পুকুরে পড়ে গেলে জুয়েল তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। তাকে বাচাতে হামিমও পানিতে লাফ দেয়। দুই ভাইয়ের জড়াজড়িতে দুজনই পানিতে তোলিয়ে যায়। হামিম হোসেন সাতার না জানার কারনে এমনটা হয়েছে বলে অনেকে বলেন।
স্থানীয় এক যুবক ঐ পথ দিয়ে যাওয়ার সময় পানিতে বল আর পানির বুদবুদ দেখে তার সন্দেহ হয়। পানিতে নেমে প্রথমে হামিমকে ওঠায় পরে জুয়েলকেও ওঠায়।
একই পরিবারে দুই শিশু পুত্রের এ করুন অবস্থায় এলাকার পরিবেশ কান্নায় ভারি হয়ে ওঠেছে। পরিবারটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *