চিরনিন্দ্রায় শায়িত হলেন সাতক্ষীরা প্রখ্যাত চিত্রশিল্পী জলিল

নিজস্ব প্রতিনিধি :
হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিন্দ্রায় শায়িত হলেন সাতক্ষীরার প্রখ্যাত চিত্রশিল্পী, ঈষিকা আর্ট এর সত্ত্বাধিকারী এম এ জলিল। তিনি সোমবার দিবাগত রাতে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মঙ্গলবার দুপুরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ শিল্পী’র মরদেহ আনা হলে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি, নাগরিক আন্দোলন মঞ্চ,সাতক্ষীরা, প্রথম আলো বন্ধুসভা, জেলা নাগরিক কমিটি, গণশিল্পী সংস্থা, সনাক ইয়েস গ্রুপসহ বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, এন ডিসি সজল মোল্লাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জানাযা নামাজ শেষে কামালনগর সরকারি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সাতক্ষীরা সর্ব মহলে পরিচিত সদাহাস্যে উজ্জ্বল মানুষটির এ অকাল মৃত্যুতে সাতক্ষীরা শহরে শোকের ছায়া নেমে আসে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *