দেবহাটা ব্যুরো : দেবহাটায় পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। আটককৃত আসামীর নাম সুকুমার দাশ (৪০)। সে দেবহাটা উপজেলার সখিপুর ঋষিপাড়া গ্রামের ফটিক চন্দ্র দাশের ছেলে। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশনায় এসআই হেকমত আলী এএসআই জোবায়ের হোসেন ও এএসআই মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১ টার দিকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সুকুমার দাশের নিকট থেকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ভারতীয় ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৭ হাজার ৫০০ টাকা। সুকুমারের বিরুদ্ধে এসআই হেকমত আলী বাদী হয়ে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস এ্যাক্ট এর ২৫-বি(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৩। আসামী সুকুমারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। ওসি বিপ্লব কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে। যদি কেউ মাদকের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। ওসি জানান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার্থে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।
Leave a Reply