শ্যামনগর ব্যুরো ঃ সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এর আয়োজনে শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠি ও সুশীল সমাজের করনীয় শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভায় সামস্রে সহ-সভাপতি রাম প্রসাদ মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এনজিও সমন্বয়কারীর সভাপতি আখতারুজ্জামান শিকদার, সাধারন সম্পাদক গাজী আল ইমরান, নকশি কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সামস্ প্রতিনিধি দিপংকর বিশ্বাস।
Leave a Reply