নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামের বিধবা পুষ্প রানী দাসকে নৃশংসভাবে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বেসরকারি সংস্থা শারী এ আয়োজন করে।
সুনাম কমিটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অ্যাড সোমনাথ মুখার্জীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, শারীর প্রতিনিধি অ্যাড. শান্তনু দাস, দলিত নেতা গৌর দাস প্রমুখ। বক্তারা বলেন, তালার বারাত গ্রামের বিধাব পুষ্প রানীকে যেভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় র্যাব সদস্যরা নিহতের বেহাইকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালেও তার সঙ্গে আরো অনেক জড়িতদের তিনি বাঁচাতে চেষ্টা করেছেন। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
Leave a Reply