1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
৮ অগ্রহায়ণ, ১৪৩১
Latest Posts
📰সাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 📰আশাশুনির গাজীপুর মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি এতিমের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য রোধের আবেদন📰প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন📰আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস📰অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ২📰উপকূলীয় জীবনের সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন📰‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা📰বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন📰আশাশুনির বুধহাটা ক্লাস্টারের দুরাবস্থাগ্রস্থ ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের ঝুঁকির মধ্যে চলছে ক্লাশ 📰আশাশুনিতে উপজেলা শুমারী  কমিটির সভা অনুষ্ঠিত

গাবুরার দুর্নীতিবাজ মেম্বর রহিমের শাস্তির দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৪৫৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
নাশকতাসহ একাধিক মামলার আসামী গাবুরার মেম্বর রহিমের অনিয়ম দুর্নীতির তদন্তপূর্বক সুষ্ঠ বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ও দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। গত ২ জুলাই ২০১৯ তারিখে গাবুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনসহ শতাধিক গ্রামবাসী স্বাক্ষরিত এ অভিযোগ দুদকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়। উক্ত অভিযোগপত্রে গাবুরা ইউপির বর্তমান চেয়ারম্যান জি এম মাছুদুল আলমও সুপারিশ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাবুরা ইউপির পূর্ব চাঁদনীমুখা গ্রামের মৃত জাফর আলীর পুত্র গাবুরা পিজে আলিম মাদ্রাসার শিক্ষক জি এম আব্দুর রহিম গাবুরা ইউনিয়ন বি,এন,পি-এর সাংগঠনিক সম্পাদক।বিগত ২০১৩ সালে বি,এন,পি- জামায়াত কর্তৃক বর্তমান গনতান্ত্রিক সরকারকে উৎখাতের নেতৃত্ব দেওয়ায় তার বিরুদ্ধে নাশকতা সহ একাধিক মামলা রয়েছে।
ইউপি সদস্য হিসাবে সরকার কর্তৃক নির্ধারিত মাসিক ভাতা এবং একই সাথে স্থানীয় মাদ্রাসার শিক্ষক হিসাবে হাজীরা খাতায় নিয়মিত স্বাক্ষর করে এবং বেতন উত্তোলন করে।
বিগত ইং-২০অক্টোবর১৭ তারিখ হতে ২১অক্টোর১৭ তারিখ পর্যন্ত গাবুরার খলিসা বুনিয়া ও চৌদ্দরশী বাজারের উপর দিয়া টর্নেডো ঝড় প্রবাহিত হওয়ায় উক্ত এলাকার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হলে তৎকালীন জেলা প্রশাসক এর মাধ্যমে জেলা ত্রাণ শাখা স্মারক নং-৫১. ০১. ৮৭. ০০. ০০০. ২০. ০০৪. ১৭. ৫৪৪, তারিখ ২৪/অক্টোবর১৭ ইং এর প্রেক্ষিতে ত্রাণকার্যালয় শাখার স্মারক নং-৫১. ০১. ৮৭৮৬. ০০০. ২৯. ০২৯. ১৭. ৪১০, তারিখ-২৫/১০/১৮ ইং মোতাবেক গাবুরা ইউ.পি চেয়ারম্যানের অনুকূলে ১০,০০০ মেঃ টন জি,আর চাউলের সরবরাহ আদেশ জারী করা হয়। যার ডিও নং ৫৪২৭১৪৮, তারিখঃ- ২৯অক্টোবর১৭। সেসময় ১২ নং গাবুরা ইউ.পি চেয়ারম্যান আলী আযম টিটুর আকস্মিক মৃত্যু জনিত কারনে অত্র আব্দুর রহিম চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এসুযোগে উক্ত বরাদ্ধকৃত ১০,০০০/- মেঃ টন জি,আর চাউল উত্তোলন করতঃ উহা অসহায় দরিদ্র ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ না করে সমূদয় চাউল আত্মসাৎ করেন। এছাড়া অত্র এলাকার চকবারা ক্লোজার ভেঙে প্লাবিত না হওয়া স্বত্বেও মিথ্যা তথ্য সরবরাহ করে ৩,০০০ মেঃ টন জি,আর চাউল বরাদ্ধ করিয়ে চাউল ও উত্তোলন করিয়া আত্মসাৎ করেন। এর প্রতিবাদে গাবুরা ইউনিয়নের ৯ জন ইউ, পি সদস্য স্বাক্ষরিত গত ইং- ১৭এপ্রিল১৮ তারিখে সুষ্টু প্রতিকারের প্রত্যাশায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর উপর তদন্তভার অর্পিত হলে সরেজমিনে তদন্তে উক্ত বিবাদীর বিরুদ্ধে আনীত অভিযোগ যথাযথ প্রমানিত মর্মে প্রতিবেদন দাখিল করা স্বত্বেও তার বিরুদ্ধে কোন প্রকার কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। অত্র বিবাদী ১২ নং গাবুরা ইউ.পি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালে জনগনকে বৈদ্যুতিক সংযোগ প্রদানের নিমিত্ত অত্রালাকার বিভিন্ন ব্যক্তিদের প্রলুব্ধ করতঃ তাহাদের নিকট হইতে গ্রাহক প্রতি নগদ পাঁচশত করে অনু ৪,৫০,০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা আদায় করিয়া আত্মসাৎ করিয়াছেন।
রহিম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়ীত্ব পালন কালে ইজিপিপি প্রকল্পে সর্ব মোট ৩৮১ (তিনশত একাশি) জনের নামের তালিকা প্রস্তুত করতঃ উক্ত প্রকল্পে কর্ম সংস্থানের জন্য টাকা আদায় ২ শত ৬০ জনকে কাজ দেওয়া হয়। ১২১ জনের নামের টাকা উত্তোলন আত্মসাৎ করায় সুবিচার কামনায় তারা জেলা প্রশাসক সাতক্ষীরা বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে ব্যবস্থা গ্রহন সংক্রান্ত প্রতিবেদন প্রেরনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নির্দেশ দিলে ও এখনো পর্যন্ত অভিযোগের কোন তদন্ত হয় নি। তাছাড়া তার ভাই আব্দুর নুর ওরফে নূরী অত্রালাকার একজন চিহ্নিত অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী মাদক ব্যবসায়ী, জলদস্যু, নাশকতা সৃষ্টিকারী, নারী ও শিশু পাচারকারী, একাধিক মামলার আসামী। এলাকাবাসী অবিলম্বে ওই আব্দুর রহিমের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd