দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার ঘলঘলিয়া রহিমপুর গ্রামের জাকির হোসেন ওরফে জাকির পাগল (৩১) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী ৩১ বছর বয়সেও পায়নি কোন প্রতিবন্ধী কার্ড কিংবা সরকারী সহায়তা। উপজেলার ঘলঘলিয়া রহিমপুর গ্রামের মৃত নূর আলী গাজীর ছেলে সে। জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় জাকির হোসেন এলাকায় জাকির পাগল হিসেবেই পরিচিত। এখন তার বয়স ৩১ বছর। এলাকার ইউপি সদস্য থেকে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সামনে প্রায়ই জাকির ঘুরে বেড়ালেও এপর্যন্ত মানবিক দিক বিবেচনা করেও জাকিরের সহযোগীতায় এগিয়ে আসেনি কেউ। কারন তার পক্ষে সহযোগীতার আবেদন করে দপ্তর থেকে দপ্তরে হাঁটার কেউ নেই। তার বাবা নেই। মাও অকালে বার্ধক্যে পড়েছে, দীর্র্ঘদিন যাবৎ রোগ ব্যাধিগ্রস্ত, স্বাভাবিক চলাচলে অক্ষম, উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত, চরম অপুষ্টির শিকার ও অভাবগ্রন্থ, জমি জমাহীন এমনকি নেই উপার্জনের মতো দ্বিতীয় কেউ।তার রয়েছে বসবাসের জন্য অপরের জমিতে ছোট্ট একটি মাটির কুড়েঘর, অনাহার-অর্ধাহারই নিত্যদিনের সঙ্গী তার। তার পরিবার বলতে জাকির ও তার মা। বরাবরই এই পরিবারটি সাধারণ মানুষের দয়া ও দানের উপর নির্ভরশীল। এরূপ অবস্থায় বুদ্ধিপ্রতিবন্ধী জাকির হোসেনকে প্রতিবন্ধীর স্বীকৃতি সহ সরকার প্রদেয় সহযোগীতা প্রাপ্তি নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তা সহ উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।
Leave a Reply