সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতি সাতক্ষীরা জেলা সদর উপজেলা ক্ষেতমুজুর সমিতির এক কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় সমিতির নিজেস্ব কার্যালয়ে ক্ষেতমুজুর সমিতির সভাপতি ইয়ার আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ক্ষেত মুজুর সমিতির সদস্য মোঃ মোবারক আলীর অকাল মৃত্যুতে ১মিনিট নিরাবতা পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা জেলা সিপিবি’র সভাপতি মো ঃ আবুল হোসন। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার মামুন,এম নাসির উদ্দিন, শেখ রওশন আলী, জাহাঙ্গীর হোসেন, মোঃ আলমঙ্গীর হোসেন, মোঃ ইউসুফ আলী, মোঃ ছামছুর গাজী প্রমুখ। বক্তারা বলেন দেশবাসি নৈশ ভোট ডাকাতি সরকারের বাজেট প্রত্যাখাান করেছে। গ্রামিণ ক্ষেতমুজুর সহ গরিব মানুষের দীর্ঘদিনের দাবী পল্লী রেশন বাজেটে আর্মি-পুলিশের জন্য বরাদ্ধ বাড়লেও দেশের উৎপাদনের চালিকা শক্তি গরিব শ্রমজীবি মানুষের জন্য কোন বরাদ্ধ রাখা হয়নি। গ্রামিন ক্ষেত মুজুর সহ গ্রামিন মজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা তৈরীর জন্য কর্মসৃজন কাজের দিন বৃদ্ধি করে সকল উপজেলায় ১০০ দিনের কাজ ৫০০ টাকা মুজুরি বরাদ্ধ দাবী করেন। বক্তারা গ্রামের ৬ কোটি মানুষের জন্য রেশন ও ১০০ দিনের কর্মসৃজন কর্মসুচী পেনশনের জন্য বরাদ্ধ দাবী করেন।
Leave a Reply