শ্শ্যামনগরে নবগঠিত উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল
শ্যামনগর ব্যুরো ঃ
নবগঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বনির পক্ষ থেকে গতকাল বিকাল ৫টায় এক বিশাল আনন্দ মিছিল ও মটর সাইকেল শোভা যাত্রার আয়োজন করা হয়। প্রায় ২শতাধিক মটর সাইকেল যোগে নবগঠিত কমিটির সদস্যরা উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন নবগঠিত সাগর রনি কমিটিকে স্বাগত জানান।
ছবির ক্যাপশন- শ্যামনগরে নবগঠিত উপজেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা।
শ্যামনগরে নবগঠিত উপজেলা ছাত্রলীগ কমিটি
বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ
শ্যামনগর ব্যুরো ঃ
উপজেলা ছাত্রলীগের ত্যাগী ও পরীক্ষিত কর্মী সমর্থক বৃন্দের আয়োজনে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সংগঠন পরিপন্থী নতুন উপজেলা কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে গত ৭জুন জেলা ছাত্রলীগ কর্তৃক নবগঠিত উপজেলা ছাত্রলীগের সাগর কুমার মন্ডল ও মোস্তাফিজুর রহমান রনির কমিটি বাতিল করার দাবী জানান হয়। সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজের সঞ্চালনায় নবগঠিত কমিটি বাতিলের দাবীতে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আল-মামুন লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান শাওন, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুস সবুর, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুজ্জামান আনিচ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সংগঠন পরিপন্থি ভাবে এ নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সরকারের বিভিন্ন আন্দোলন সংগামের সকল ছাত্রলীগ নেতা কর্মীরা বিশেষ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটিতে তাদের কাউকে রাখা হয়নি। বক্তারা আরো বলেন, গত সংসদ নির্বাচনেও যারা নৌকার বিরোধিতা করেছিল তাদের পরিবারের সদস্যদের এ নতুন কমিটিতে রাখা হয়েছে। অনতি বিলম্বে এ কমিটি বাতিল করিয়া সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ত্যাগী ও পরীক্ষিত নেতা বাছাই করে পূনরায় নতুন কমিটি গঠন করার দাবী জানান হয়।
Leave a Reply