২০১৫ সাল থেকে ২০১৮ সাল। গত তিন বছরে খরাসহ বিভিন্ন সমস্যার জেরে ভারতের মহারাষ্ট্রে প্রায় ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। শনিবার এমন তথ্য দিয়েছেন রাজ্যের বিধায়ক সুভাষ দেশমুখ। সংবাদ সূত্র : ইনডিয়া টাইমস
বিরোধী বিধায়কের প্রশ্নের জবাবে এদিন মহারাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী সুভাষ দেশমুখ লিখিত উত্তরে জানান, গত তিন বছরে মহারাষ্ট্রে মোট ১২ হাজার ২১ জন কৃষক আত্মহত্যা করেছেন। যার মধ্যে ছয় হাজার ৮৮৮টি ঘটনার তদন্ত করছে সরকারের বিশেষ কমিটি। একই সঙ্গে আরও ছয় হাজার ৮৪৫ জন কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে এক লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হয়েছে।
সুভাষ জানান, চলতি বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মহারাষ্ট্রে আত্মহত্যা করেছেন ৬১০ জন কৃষক। যার মধ্যে ১৯২ জন আত্মঘাতী কৃষকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, কৃষক-মৃতু্য ঠেকাতে এরই মধ্যে মহারাষ্ট্রে বিজেপি সরকার বহু পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরও শুধু ঔরঙ্গাবাদে গত চার বছরে মোট চার হাজার ১২৪ জন কৃষক আত্মহত্যা করেছেন।
Leave a Reply