পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও খুলনা সংবাদ পত্র পরিষদের সদস্য মিজানুর রহমান মিল্টনকে হয়রানীমূলক গ্রেফতারের প্রতিবাদ ও অবিলম্বে মুক্তির দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাইকগাছা বাজার চৌরাস্তা মোড়ে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও উপজেলা সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক। ফোরামের যুগ্ম-সম্পাদক কৃষ্ণ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, কয়রা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, ফোরামের সহ-সভাপতি এসএম আলাউদ্দিন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন, বি সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, ফোরামের সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক রবিউল ইসলাম, এইচএম শফিউল ইসলাম, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, জহুরুল হক, বাস মিনিবাস মালিক সমিতি পাইকগাছা রোড কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল গফফার মোড়ল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, পার্থ প্রতিম চক্রবর্তী, নিসচা দক্ষিণাঞ্চল শাখার সহ-সভাপতি শংকর সাধু, পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব, বদিউজ্জামান ও নূরুজ্জামান টিটু। কর্মসূচীতে বক্তারা অবিলম্বে খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টনের মুক্তির দাবী জানান এবং মুক্তি না দিলে আগামীতে সাংবাদিক সংগঠন থেকে কঠোর কর্মসূচী ঘোষণার হুশিয়ারী দেন।
Leave a Reply