সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ জুন বেলা ১১টায় বিসিডিএস ভবনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি আলহাজ¦ দ্বীন আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আলহাজ¦ শেখ হারিছ উল্লাহ, সহ-সভাপতি হাফিজুল ইসলাম, কওছার আলীসহ উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ। সভায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ যথাসময়ে পৃথক করে রাখা এবং যথাযথ কোম্পানীর কাছে হন্তান্তর করে নিয়ম মোতাবেক ব্যবসা পরিচালনা করার আহ্বান জানানো হয়। নিয়ম না মেনে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেন বক্তারা।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *