সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত


সংআতবিজ্ঞপ্তি; সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির অবৈধ কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠণের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক কমিটির আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক অধ্যক্ষ আবু আহম্মেদ, সদস্য প্রাণনাথ দাস, মোতাহারুল হক সজল, হেলালুজ্জামান খান প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতি একটি ঐতিহ্যবাহি সংগঠণ। ইতিপূর্বে গণতানিত্রক উপায়ে গঠিত কমিটি জনসাধারণনের স্বার্থে তাদেও কর্মকা- পরিচালনা করে এসেছে। সম্প্রতি একটি সুবিধাবাদি চক্র গায়ের জোরে কমিটি গঠণ করে বাস টার্মিনালকে কুক্ষিগত রাখার চেষ্টা চালাচ্ছে। তারা অগণতান্ত্রিকভাবে সদস্যপদ বাতিল করছে। এটা মেনে নেওয়া হবে না। গায়ের জোরে বাস টার্মিনাল দখল করে নেওয়ার হোতা সারাফিুল করিম সাবু গোলাম মোর্শেদ গায়ের জোরে ক্ষমতা দখলে রাখতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এটা মেনে নেওয়া হবে না। অবিলম্বে নির্বাচন দিয়ে কমিটি গঠণের উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *