গত ৩০ মে দুপুরে একদল বহিরাগত সন্ত্রাসী পরিকল্পিতভাবে সাতক্ষীরা প্রেসক্লাবের অভ্যন্তরে ঢুকে সিসি ক্যামেরাসহ আসবাবপত্র ভাংচুর ও সাংবাদিকদের বেধড়ক মারপিট করে। এতে সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীসহ ১০ জন সিনিয়র সাংবাদিক গুরুতর আহত হয়। আহতদের মধ্যে দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে সাতক্ষীরা প্রেসক্লাবে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব ও সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী।
বিবৃতিতে নেতৃবৃন্দ সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত সাংবাদিকসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে ।
Leave a Reply