সাতক্ষীরায় মোটর সাইকেল ও এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত-২

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় মোটর সাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশ মাইল নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন এ্যাম্বুলেন্সের ড্রইভার হজরত আলী।
নিহতরা হলেন, শহরের লস্করপাড়া এলাকার আবুল বাশারের ছেলে কামরুল হাসান (৩৫) ও উত্তর কাটিয়া এলাকার এমদাদ আলীর ছেলে নান্নু (৩৪)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, নিহত মোটর সাইকেল আরোহী কামরুল ও নান্নু সাতক্ষীরার ডিশ লাইন স্টার কেবলসের কর্মচারি। তারা একটি মোটর সাইকেলে তালা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় সিবি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তারা মারা যান। এ সময় আহত হন অ্যাম্বুলেন্সের ড্রাইভার হজরত আলী।
ওসি আরো জানান, ময়না তদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *