1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
২১ চৈত্র, ১৪৩১
Latest Posts
📰কিষান মজদুর ইউনাইটেড একাডেমী স্কুলে ৬০ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত📰আশাশুনিতে যুগল প্রেমিকার আত্মহত্যা📰জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার ট্রাইব্যুনালের📰বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা📰সাতক্ষীরায় কাজী আহসান হাবিব সম্রাটের আয়োজনে পথচারীদের ইফতার বিতরণ📰সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 📰সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা📰ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরা পরিবহন কাউন্টারে মনিটারিং📰সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন📰চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

সাতক্ষীরার আখড়াখোলায় আলাউদ্দিন বাহিনীর হামলা দোকান লুট করে তালা, নারী পুরুষসহ আহত-১০

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ১৭০ সংবাদটি পড়া হয়েছে


সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আখড়াখোলায় আলাউদ্দিন বাহিনীর হামলায় নারী পুরুষসহ দশজন আহত হয়েছেন। হামলাকারীরা একটি দোকান লুটপাট করে ভাংচুরের পর দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে।
শুক্রবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার আখড়াখোলা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় বাহিনী প্রধান আলাউদ্দিন ও তার ছেলে গিয়াসউদ্দিন ডালিমকে আটক করেছে।
শুক্রবার বিকালে ক্ষতিগ্রস্থ পরিবারের নারী পুরুষরা আহত অবস্থায় সাতক্ষীরা প্রেসক্লাবে এসে ঘটনার বিবরন দিয়ে বলেন, এগারোআনি গ্রামের আলাউদ্দিন বহিরাগত ভাড়াটিয়া এনে এই হামলা চালিয়েছে। তারা তালা ভেঙ্গে দোকানে ঢুকে আখ মাড়াইয়ের মেশিন, সাইকেল, ওষুধপত্র এবং অন্যান্য জিনিসপত্রসহ আসবাবপত্র ও টাকা লুট করে নেয়। এতে বাধা দিতে আসায় দোকান মালিকের বাড়ির সদস্যরা আহত হন। হামলাকারীরা নারীদের চুলের মুঠো ধরে টানা হেচড়া করে মারপিট করে। তারা পুরুষদের লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে বের করে দেয়। আহতদের মধ্যে রয়েছেন, নিমাই সাধুখা, সন্তোষ সাধুখা, চায়না রানী, স্বপ্না সাধুখা, তুলশি, দেবব্রত, মিলন সাধুখা ও কার্তিক সাধুখা। তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যক্তিরা জানান, কিছুদিন আগে এগারোআনি গ্রামের আলাউদ্দিন আখড়াখোলার দুলাল সাধুখার ছেলে সুমন সাধুখাকে অপহরন করে। সুমনকে জিম্মি রেখে আলাউদ্দিনের নামে ১০ শতক জমি লিখে দেওয়ায় সুমনকে মুক্তি দেয় আলাউদ্দিন। আলাউদ্দিন এই দশ শতক জমির বাইরে নিকটস্থ শরিকদের আরও তিন শতক জমি জোর করে দখল করতে যেয়ে সাধুখা পরিবারের দোকান ও সংলগ্ন ঘরবাড়ি কেটে ছেঁটে ফেলে। এ ঘটনায় মারামারির এক পর্যায়ে পুলিশ ও স্থানীয়রা মিলিত হয়ে সালিশ করেন। সালিশ বিচারে আলাউদ্দিন প্রতিপক্ষের জমিতে যাবে না এবং দোকানঘর দখল করবে না বলে প্রতিশ্রুতি দেয়। এসব প্রতিশ্রুতি ভঙ্গ করে আলাউদ্দিন তার বাহিনী নিয়ে ফের সাধুকা পরিবারের জমি ও দোকান দখল চেষ্টায় তাদের মারধর করে। হামলায় আলাউদ্দিন বাহিনীর সাথে আরও ছিল বায়রন, লিটন , জাহাঙ্গির, সেলিম, সালমা ও রুবি ছাড়াও বহিরাগত সন্ত্রাসীরা।
সদর থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম জানিয়েছেন, আমরা আলাউদ্দিন ও তার ছেলেকে থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd