শ্যামনগর ব্যুরো ঃ বহিরাগত সন্ত্রাসী কর্তৃক সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা করে সভাপতি সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকদের লাঞ্চিত ও গুরুতর জখম করায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান। ৩০ মে বহিরাগত সন্ত্রাসীরা সাতক্ষীরা প্রেসক্লাবে অতর্কিত হামলা চালিয়ে প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আবু আহম্মেদ, সাধারন সম্পাদক মমতাজ আহম্মেদ বাপ্পি, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানার্জি সহ সিনিয়র সাংবাদিকদের গুরুতর জখম করে। এঘটনায় শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, সাধারন সম্পাদক জাহিদ সুমন সহ সকল সাংবাদিকগন তীব্র নিন্দা ও বিবৃতি প্রদান করেছেন। একই সাথে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট।
মাদক সেবনকারীদের লাঠির আঘাতে
শ্যামনগরে সাংবাদিক লাঞ্চিত
শ্যামনগর ব্যুরো ঃ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের লাঠির আঘাতে শ্যামনগরে সাংবাদিক দৈনক কালের চিত্র প্রতিনিধি মোঃ রাশিদুল গুরুতর আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। থানায় এজাহার। এজাহার সূত্রে জানা যায়, ৩০ মে সন্ধ্যা সাড়ে ৬ টায় এজাহারে উল্লেখিত আসামীগণ কালিগঞ্জ উপজেলার পীরগাজন গ্রামের আঃ রাজ্জাকের পুত্র শাকির হোসেন, দুলাবালা গ্রামের মোঃ শামসুর রহমানের পুত্র সাইফুল, কাটুনিয়া গ্রামের মৃত জিয়াদ আলীর পুত্র মোমিনুর, চুনাখালী গ্রামের মোঃ আঃ রহিমের পুত্র নাইম হোসেন ও পরানপুর গ্রামের মোঃ শওকত হোসেনের পুত্র ইমরান সহ তাদের আরও ৫/৬ জন সঙ্গী শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর দিঘির পাড়ে বসে মাদক সেবনের আড্ডা বসায় এবং মাদক সেবন করতে থাকে। এখবর পেয়ে সাংবাদিক রাশিদুল যেয়ে আড়াল থেকে ছবি নেওয়ার সময় তাদের মধ্যে এক জন দেখে ফেলে। সাথে সাথে মাদক সেবীরা রাশেদুলের উপর হামলা করে লাঠি দিয়ে বেধড়ক মারপিঠ করে। লাঠির আঘাতে তার নাকের হাঁড় ভেঙ্গে যায়। এসময় হামলাকারীরা রাশেদুলের কাছে থাকা ১৭ হাজার টাকার মোবাইল, ২৫ হাজার টাকার ক্যামেরা ও নগদ ৫ হাজার টাকা ছিনতাই করে। এসময় রাশেদুলের চিৎকারে এজাহারের সাক্ষীগণ ঘটনাস্থলে হাজির হলে হামলাকারীরা কেটে পড়ে। সাক্ষীগণ রাশেদুলকে গুরুতর আহত অবস্থায় শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় শ্যামনগর থানায় এজাহার দাখিল করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply