দেবহাটায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মুনসুর আহমেদ


দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির বীর সন্তান মহান মুক্তিযুদ্ধে জাতির এসকল বীর সন্তানদের অংশগ্রহন ও আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই তাদের এ মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরন করে সকল ক্ষেত্রে দেশের প্রত্যেকটি মুক্তিযোদ্ধার সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে হবে। বৃহষ্পতিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মাহমুদ গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *