নিজস্ব প্রতিনিধি: শহরের বাইপাস সড়ক সংলগ্ন কুচপুকুর এলাকায় মুকুল হোসেন (৪৫) নামে ৩০ চুরির মামলার আসামির লাশ পাওয়ার ঘটনায় নিহতের ভাই স্থানীয়দের অশ্লীল ভাষায় গালিগালাজ, জখম-খুন করার হুমকি দিয়ে যাচ্ছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন ইসলামপুর তাজ উদ্দীনের ছেলে আব্দুল আজিজ। অভিযোগ সূত্রে জানা যায়, বাঁকাল ইসলামপুরের হারজেন আলীর ছেলে মামুন মোল্ল, তুহিন, শাহিন হোসেন, কেনু মোল্লাসহ তার পরিবারের লোকজন ১২ জুন সকালে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আব্দুল আজিজের ছেলে সাইফুল ইসলাম, পিয়ার আলীর ছেলে মিজানুর রহমান ও শাহিনুরকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও খুন জখমের হুমকি দেয়। এসময় উপস্থিত ছিলেন পিয়ার আলী, বাপ্পী সরকার, জাহাঙ্গীর আেলম, রেজাউল ইসলামসহ স্থানীয় গ্রামবাসী। এ বিষয়ে প্রতিকার পেতে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। উল্লেখ্য, সোমবার (১০জুন) সকালে মুখ, হাত ও পা বাঁধা অবস্থায় শহরের বাঁকাল ইসলামপুর এলাকার মুকুল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।
Leave a Reply