প্রেস বিজ্ঞপ্তি : ডিআরআরএ পিআইএইচআরএস ফেজ-২ প্রকল্পের আওতায় ডিপিও সদস্যদের সিবিআর,প্রতিবন্ধিতা বিষয়ে প্রাথমিক ধারনা, সনাক্তকরণ, প্রতিকার প্রতিরোধ ও রেফারাল লিংকেজ বিষয়ক দুই দিন ব্যাপী (১২-১৩ জুন,২০১৯) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ডিআরআরএ ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টার হাদিপুর দেবহাটা সাতক্ষীরায় অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার ৪টি প্রতিবন্ধী সংগঠনের(সেরিব্রাল পলসি প্যারেন্টস ফোরাম, সাতক্ষীরা,গোদাড়া প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন আশাশুনি,নারী কণ্ঠ উন্নয়ন সংস্থা দেবহাটা ও অপরাজিতা নারী উন্নয়ন সংস্থা শ্যামনগর) ১৬ জন ডিপিও লিডার ও ৪জন প্রকল্প কর্মী অংশগ্রহণ করে প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের একীভুত স্বাস্থ্য সেবার পাশাপাশি বিভিন্ন সেবায় অন্তর্ভুক্তিতে সহায়তা করতে পারবে। প্রশিক্ষণ পরিচালনা করেন জনাব দেবেশ দাস, উপ পরিচালক প্রোগ্রাম ডিআরআরএ ঢাকা,নীলুৎপল মন্ডল, ইনক্লুশান কোর্ডিনেটিং ম্যানেজার ও মোঃ আবুল হোসেন জেলা ম্যানেজার ডিআরআরএ সাতক্ষীরা। প্রশিক্ষণের সহাতাকারী হিসেবে দায়িত্ব পালন করেণ মোঃ আরিফুল ইসলাম সহকারী ডকুমেন্টেশন অফিসার পিআইএইচআরএস প্রজেক্ট ফেজ-২ সাতক্ষীরা। সিবিএম এর সহায়তায় ডিআরআরএ সংস্থার আয়োজন প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হয়।
Leave a Reply