স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সাথে জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে ২নং ভবনের নিচ তলার সম্মেলন কক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। তিনি বলেন, ‘বিচারকের উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আদালত হলো সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তির শেষ ভরসাস্থল। এজন্য বিচারক ও আইনজীবীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে হবে। সাধারণ মানুষ যেন হয়রাণী না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পাভেল রায়হান। এসময় জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আরো বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এসএম হায়দার, এড. আব্দুল মুজিদ, এড. স.ম সালাউদ্দীন, এড. আবুল হোসেন (২), এড. গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে এড. ওসমান গণি, এড. আসাদুজ্জামান দিলু, এড. ইউনুস আলী, এ.কে.এম শহীদুল্লাহ প্রমুখ। এসময় জেলা জজকোর্টের বিচারক ও আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply