শ্যামনগর ব্যুরো ঃ মানুষের জান মালের নিরাপত্তায় আগামী দুই সপ্তাহের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মান ও আরও ৪০ টি সাইক্লোন সেল্টার নির্মানের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
রোববার ৫ মে ঘূর্ণিঝড় ফণী দুর্গত এলাকা হিসেবে গাবুরা ইউনিয়নের খোল পেটুয়া নদীর জরাজীর্ণ বেড়িবাঁধ পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। তিনি বলেন, এখানকার মানুষের দাবি অনুযায়ী ত্রান নয়, টেকসই বেড়িবাঁধ নির্মানকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। এর আগে তিনি খোল পেটুয়া নদীর জুঁকিপূর্ন ও ফাটল ধরা ২৭ টি পয়েন্ট পরিদর্শন করে।
এসময় সামাজিক সংগঠনের পক্ষ হতে “ত্রাণ নয়, জীবন চাই, ত্রান নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মান করা” সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে। বেড়িবাঁধ পরিদর্শন কালে তার সাথে পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, মন্ত্রী পরিষদ সচিব মোঃ শফিউল আযম, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার সাজ্জেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, ভারপ্রাপ্ত ইউএনও সুজন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ফণি দুর্গতদের মধ্যে নৌ বাহিনীর ত্রাণ বিতরন কার্যক্রম উদ্বোধন করার কথা থাকলেও দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে পরিদর্শনকারী দলটি তাতে অংশ নিতে পারেননি। প্রসঙ্গত, ফণী-দুর্গত এলাকা পরিদর্শনে বেলা সাড়ে ১১ টায় আকষ্মিক সফরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে শ্যামনগরে আসেন তারা।
Leave a Reply