শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে হত্যা মামলার ২ জন, মাদক মামলার ২ জন ও ওয়ারেন্ট ভুক্ত ৭ জন মোট ১১ জন পলাতক আসামীকে আটক করা হয়েছে।
শ্যামনগর থানা সূত্রে জানা যায়, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামীদের অবস্থান জানতে পেরে নিজ নেতৃত্বে কয়েকজন কনস্টেবলকে সাথে নিয়ে শুক্রবার দিনগত রাতে অভিযান চালায়। এ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী শ্যামনগর উপজেলার পশ্চিম পরানপুর গ্রামের মৃত আতিয়ার গাজীর পুত্র আব্দুল মজিদ গাজী, মজিদ গাজীর স্ত্রী ছকিরন বেগম। মামলা নং- ৩৪/১৯, ধারা- ৩০২/১১৪/৩৪ পিসি। মাদক মামলার আসামী ভেটখালী গ্রামে মোঃ জলিল মোল্যার পুত্র মনিরুজ্জামান মোল্যা ২০ পিস ইয়াবা সহ আটক, মামলা নং- ১০ (৫)১৯ ও ইসমাইলপুর গ্রামের ওয়াজেদ আলী কয়ালের পুত্র রমজান কয়াল ২১ পিস ইয়াবা সহ আটক, মামলা নং- ১১ (৫)১৯। ওয়ারেন্ট ভুক্ত আসামী ধুমঘাট গ্রামের আরশাদ শেখের পুত্র রেজাউল করিম, সৈয়াদালিপুর গ্রামের শহিদুল ইসলামের পুত্র ফরিদ হোসেন মামলা নং- সিআর-৭২/১৮, মথুরাপুর গ্রামের রজব আলীর পুত্র নুর হাসান, সিআর- ২১০/১৬, বৈশখালী গ্রামের লতিফ বাউলির পুত্র আল আমিন, সিআর- ৬৪/১৮ ও সিআর- ৬৬/১৪, পূর্ব বিড়ালাহ্মী গ্রামের সামাদ শেখের পুত্র আব্দুল্লাহ শেখ সি আর- ৪৯/১৮, উত্তর কালিঞ্চী গ্রামে মজিদ গাজীর পুত্র মঈন উদ্দীন, জিআর – ৫২/১৭, একই গ্রামের কেরামত গাজীর পুত্র শহিদুল, জিআর- ৫২/১৭। তথ্য প্রদান কালে অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, আমি শ্যামনগরে যেটুকু সময় থাকবো ততক্ষন শ্যামনগরে মাদক থাকবে না এবং কোন আসামীকে ঘুরে বেড়াতে দেব না। তাকে আদালতে হাজির হতে হবে নতুবা আমার কাছে ধরা দিতে হবে।
Leave a Reply