নিজস্ব প্রতিনিধি ॥
সাতক্ষীরা তালা উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলা পাটকেলঘাটা সরকারী খাদ্য গুদামে বোরো ধান,চাউল ও গম সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি ।
উপস্থিত ছিলেন,উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি খন্দকার মোয়াজ্জেম হোসেন রনজু ,সাধারণ সম্পাদক প্রণয় পাল , আলহাজ্ব এবাদুল ইসলাম, ব্যবসায়ী আব্দুর রব পলাশ, আমজাদ হোসেন , মুশফিকুর রহমান ,গোপাল রায় ,শেখ আবু জাফর প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায় ,চলতি বোরো মৌসুমে ধান, চাউল ও গম সংগ্রহের লক্ষে গত ২৮ মার্চ খাদ্য মন্ত্রনালয়ের পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভার সিদ্ধাান্ত মোতাবেক এ মৌসুমে তালা উপজেলায় ৩৬ টাকা কেজি মুল্যে ৩,৭৫৩ মেঃটন সিদ্ধ চাউল, ২৬ টাকা কেজি মুল্যে ৫৭৯ মেঃটন ধান,৩৫ টাকা মুল্যে ৩৭৪টন আতপ চাউল ও ২৮ টাকা কেজি মুল্যে ১৩৬ মেঃটন গম সংগ্রহের বরাদ্ধ প্রদান করা হয়।
এ সংগ্রহ অভিযান চলতি বছরের ২৫ এপ্রিল হতে শুরু হওয়ার কথা থাকলেও ১৬দিন পর শনিবার (১১ মে) এ উদ্ধোধন করা হয়। যা চলতি বছরের ৩১ আগষ্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
Leave a Reply