আক্তারুজ্জামানকে এড.আব্দুর রহমান কলেজ থেকে অব্যাহতি


নিজস্ব প্রতিবেদক :
আক্তারুজ্জামানকে এড.আব্দুর রহমান কলেজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাথে সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শামীম উল আলম কে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ৬ এপ্রিল’১৯ তারিখে এড.আব্দুর রহমান কলেজের গভার্নিং বডির জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, এড. আব্দুর রহমান কলেজের সভাপতি আবুল হোসেন মোঃ মকছুদুর রহমান।
উল্লেখ্য: অধ্যক্ষ আক্তারুজ্জামানের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদন, চাকুরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য, নিজের স্ত্রীসহ ৪জন শিক্ষক নিয়োগের প্রাপ্যতাবিহীন পদে এমপিওভূক্তি করণসহ দুর্নীতির জালে জড়িয়ে পড়েন তিনি। এছাড়াও এড. আব্দুর রহমান কলেজের অধ্যক্ষ হয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকা, সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে কলেজটির সার্বিক পরিবেশ নষ্ট হচ্ছিল। সে কারণে কলেজের সার্বিক উন্নতির কথা চিন্তা করে কলেজ কর্তৃক পক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে গর্ভানিং বর্ডির নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *