শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র আয়োজনে জঙ্গী হামলায় নিহত জায়ান চৌধুরী’র আত্মার মাগফিরাত কামনা


স্টাফ রিপোর্টার: ২১শে এপ্রিল শ্রীলংকায় বর্বোচিত জঙ্গী হামলায় নিহত জায়ান চৌধুরী’র আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় শহরের খুলনা মোড় রোড়স্থ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখা কার্যালয়ে ৯নং ওয়ার্ড শাখার আয়োজনে পৌর শাখার সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আ.লীগের সভাপতি মোহাম্মাদ আবু সায়ীদ, পৌর আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, বন বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন লাভলু, জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, আক্তারুজ্জামান মহব্বত, সংগঠনের পৌর শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা (অব: বাংলাদেশ নৌ বাহিনী ১০নং সেক্টর কমান্ডার) মীর রিয়াসাত আলী, কাজী সাইদুর রহমান সাঈদ, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম, সহ-যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি হাজী মহসিন মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, সহ-যুগ্ম সম্পাদক মোঃ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান, প্রচার সম্পাদক মুজিবর রহমান, ক্রীড়া সম্পাদক আনারুল ইসলাম, আজগার আলীসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ২১শে এপ্রিল শ্রীলংকায় বর্বোচিত জঙ্গী হামলায় নিহত জায়ান চৌধুরী’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *