প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরার আইনের শিক্ষার্থীদের একমাত্র স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ল স্টুডেন্টস ফোরামের জরুরী সভা ও প্রকাশিত গঠনতন্ত্র হস্তান্তর করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা ল কলেজের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ল স্টুডেন্টস ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল কলেজের সিনিয়র প্রভাষক ও ফোরামের উপদেষ্টা এড. শেখ সিরাজুল ইসলাম, এড. মনির উদ্দীন, ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী শাহাবুদ্দীন সাজু। ফোরামের সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম মাজহারুল আরাফাত, এস এম ওয়াসিম হায়দার, ইখতেয়ার উদ্দীন, রওনক বাশার, এস এম আশরাফুল ইসলাম, কার্তিক চন্দ্র সরকার, তুহিন পাভেল, তাসনীম সুলতানা, নাসরিন নাহার, শারমিন শান্তা, জাহাঙ্গীর কবির, অহিদুল ইসলাম, কাকরুন্নাহার কাকুলি, মনিকা সরকার প্রমুখ। অনুষ্ঠানে ল স্টুডেন্টস ফোরামের গঠনতন্ত্র প্রকাশ, মিড টার্ম পরীক্ষা ও সকল ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করণ, নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন, নতুন সদস্য ভর্তি ও নবায়ন, ইফতার পার্টি ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ, বয়স্ক শিক্ষা কার্যক্রম, নির্বাচন ও নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply