নিজস্ব প্রতিনিধিঃ
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের নুনেখোলা এলাকায় সরকারী খাল দখল করে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে।এলাকা বাসী জানান, নুনে খোলা হতে বিধান বর্মন এর বাড়ি অভিমুখে লাবণ্যবতীর শাখা খালটি অত্র এলাকার ঘের গুলোর পানি উঠানো ও নিষ্কাশনের একমাত্র রাস্তা।শুধু তাইনা বর্ষায় যখন পুরো এলাকা ও ঘের গুলোপ্লাবিত হয় তখন উক্ত খালটি পানি নিষ্কাশন করে শত শত ঘের ব্যবসায়ী দের লক্ষ লক্ষ টাকার ক্ষতির হাত থেকে বাচায় খালটি।কিন্তু নুনে খোলা গ্রামের মনিরুদ্দীন গাজীর ছেলে ইব্রাহীম গাজী ও একই এলাকার প্রসন্ন সরকারের ছেলে অমল সরকার ক্ষমতার জোরে উক্ত খালটি দখল করে মাছ চাষ করছে।এব্যাপারে কুলিয়া ইউনিয়ন আ’লীগ এর সভাপতি রুহুল কুদ্দুসের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দখলকারীরা এলাকায় ভূমি দস্যু হিসাবে পরিচিত।এলাকাবাসী খাল দখলের বিষয়ে আমাকে অবহিত করেছিল তবে খালটি দখল মুক্ত করা সম্ভব হয়নি।এলাকাবাসী আগামী বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনের লক্ষে খালটি দখল মুক্ত করার জোর দাবী জানিয়েছে প্রশাসনের উদ্ধর্ত্বন কর্তৃপক্ষের কাছে।
Leave a Reply