সাতক্ষীরা পৌরসভার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা


সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুন বৃদ্ধির প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবরাহের দাবিতে প্রতিবাদ সভা করেছে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা। শুক্রবার (৫ এপ্রিল) সকালে সুলতানপুর বড়বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু। সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোস্তফা নূরুল আলম, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য এড. ওসমান গণি, স্বপন কুমার শীল, মশিউয়র রহমান পলাশ, সুধাংশু শেখর সরকার, রাশেদুজ্জামান রাশি, সায়েম ফেরদৌস মিতুল, রুহুল আমিন, সাদিয়া পারভীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি কোন প্রকার পূর্বঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির মূল্য অযৌক্তিভাবে দ্বিগুন বৃদ্ধি করা হয়েছে। অথচ সংযোগ থাকা সত্বেও শহরের বহু গ্রাহক পানিই পান না। অন্যদিকে সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানিতে প্রায়শই ময়লা-আবর্জনা ও আয়রণের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ পানি পানের অযোগ্য হওয়ায় বহু মানুষ বর্তমানে উচ্চমূল্যে বাজার থেকে পানি কিনে পান করতে বাধ্য হচ্ছেন। আমরা অবিলম্বে পৌর এলাকার সর্বত্র সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং পানির মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ সভা শেষে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সদসগণ সাধারণ মানুষের মাঝে এ সংক্রান্ত প্রচারপত্র বিলি করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *