1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
২১ চৈত্র, ১৪৩১
Latest Posts
📰কিষান মজদুর ইউনাইটেড একাডেমী স্কুলে ৬০ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত📰আশাশুনিতে যুগল প্রেমিকার আত্মহত্যা📰জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার ট্রাইব্যুনালের📰বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা📰সাতক্ষীরায় কাজী আহসান হাবিব সম্রাটের আয়োজনে পথচারীদের ইফতার বিতরণ📰সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 📰সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা📰ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরা পরিবহন কাউন্টারে মনিটারিং📰সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন📰চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

সাতক্ষীরায় পটল চাষে ভাগ্য বদল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০১৯
  • ৫৫৪ সংবাদটি পড়া হয়েছে


আব্দুল জলিল ঃ সাতক্ষীরার মাঠে মাঠে পটল চাষে ব্যস্ত সময় পার করছে চাষীরা। আর পটল চাষ করে কৃষকের ভাগ্য বদল হয়েছে। এক বিঘা জমিতে পটল চাষ করতে খরচ হয় ২০ থেকে ৩০ হাজার টাকা। আর বিক্রি হয় ১ থেকে দেড় লাখ টাকা। এবছর পটলের দাম অন্য বারের চেয়ে অনেক বেশি। তবে কৃষকদের অভিযোগ উপসহকারি কৃষি কর্মকর্তারা তাদের সহযোহিতা করছে না । তাদের সহযোগিতা পেলে গাছের রোগ বালাই কমতো আরো ফলন বেশি হতো। তবে সাতক্ষীরার পটল যাচ্ছে খুলনা, ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে ।
জানাযায়, সাতক্ষীরায় বারো মাস পটল চাষ হয়। জেলার সাতটি উপজেলার মধ্যে সাতক্ষীরা সদর, তালা, কলারোয়,দেবহাটা, কাালিগঞ্জ উপজেলা পটল চাষে সমৃদ্ধ । সবচেয়ে বেশি পটল চাষ হয়েছে সাতক্ষীরা সদর উপজেলায়। সাতক্ষীরার পটল যাচ্ছে খুলনা, ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে । কৃষকরা বলছে ২৫ থেকে ৩৫ টাকা কেজি দরে পাইকারি বাজারে পটল বিক্রি হচ্ছে। আর এই পটল খুজরা ুবাজারে মানুষ ৫০ থেকে ৬০ টাকা দরে ক্রয় করছে। কৃষকদের দাবি ব্যবসায়ীরা ক্ষেত ওয়ালার চেয়ে বেশি মুনফা ভোগ করছে। ব্যবসায়ীরা বলছে তারা যে রকম টাকায় কিনে সে রকম টাকায় বিক্রি করে । বর্ষার কারণে এবার ক্ষেতে একটু বেশি রোগ দেখা দিয়েছে। এ জন্য কৃষক বিভিন্ন প্রকার ঔষাধ ব্যবহার করছে । উপসহকারি কৃষি কর্মকর্তা তাদের কোন সহযোগিতা করছে না । কৃষি অফিসের সহযোগিতা পেলে ফসলের রোগ বালাই কমতো আর ফলন বেশি হত । কৃষক একদিন পরপর ক্ষেত থেকে পটল উত্তোলন করে । সবমিলে এবার পটল চাষ করে কৃষক বেশ লাভবান হযেছে। কৃষক ব্যবসায়ী, দিন মুজুর সবার মুখে হাসি ফুটেছে ।
সাতক্ষীরা সদর উপজেলার তলুই গাছা গ্রামের মিজানুর, তবিবর, মোশারাফ, ইসমাইলসহ একাধিক কৃষক জানান, এক বিঘা জমিতে পটল চাষ আবাদ করতে ২৫/৩০ হাজার টাকা খরচ হয় । আর ফলন ভাল হলে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব । পটল চাষে পরিশ্রম করতে হয় বেশি । প্রতিদিন সকালে উঠে ফুলেন পরাগায়ন করাতে হয়। স্থানীয় ভাবে পরাগায়ন ঘটানোকে ফুল ছোয়ানো বলা হয়। একদিন পর পর ক্ষেত থেকে পটল উত্তোলন করা যায়। কেউ পটলের ক্ষেতে দিন মুজুরির কাজ করছে, কেউ পটল কিনে হাট বাজারে বিক্রি করছে, আবার কেউ কেউ পটল কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি জন্য নিয়ে যাচ্ছে । সব মিলে পটল চাষে ভাগ্য বদল হচ্ছে অনেকের ।
পটল চাষী জিয়াউর, তরিকুল, আহাদ, জামায়াত জানান, এবার বর্ষার কারণে গাছে একটু রোগ বালাই দেখা দিয়েছে। এজন্য তারা বিভিন্ন ধরণের ঔষাধ ব্যবহার করছে । অনেকের গাছ মারা যাচ্ছে । তবে উপসহকারি কৃষিকর্মকর্তারা তাদের কোন সহযোগিতা করছে না। কৃষকরা আরো বলেন কৃষি অফিস চাষীদের সহযোগিতা করলে গাছের রোগ বালাই দূর হতো। তাদের পটলের ফলন বেশি হলে লাভ আরো বেশি হত। এই তথ্য সংগ্রহ করার সময় সদর উপজেলারা বাশদহা ইউনিয়নের এক উপসহকারি কৃষি কর্মকর্তা এই প্রতিবেদককে মোবাইল ফোনে কৃষকদের এসব কথা না লেখার জন্য অনুরোধ করেন।
ঢাকার কারওয়ান বাজারের পটলের আড়তদার মোস্তফা জানান, তিনি সাতক্ষীরায় এসেছেন পটল কিনতে।এখানকার অনেক ব্যবসায়ী তার আড়তে পটল বিক্রি করেন। তার দাবি ক্ষেতওয়ালা ও আড়তদারদের চেয়ে খুজরা বিক্রেতারা বেশি লাভ করে।এবার পটলের দাম ভাল। সাতক্ষীরার পটল খুব সুসাধু।
সাতক্ষীরা কষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অরবিন্দু বিশ্বাস জানান, পটল আবাদ করে চাষী লাভবান হয়েছে । পটল চাষে সাতক্ষীরা জেলা সমৃদ্ধ। জেলা ৬০৫ হেক্টর জমিতে পটল চাষ হয়েছে । পটলের সাথে অনেক সাথী ফসলেরর চাষ হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd