শ্যামনগর ব্যুরো ঃ প্রকাশ বৃটিশ কাউন্সিল ও প্রগতির সহযোগিতায় এবং সিএসআরএল ও জলবায়ু পরিষদের আয়োজনে আগামী বিভিন্ন কার্যক্রম সমূহের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জলবায়ু পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১ টায় প্রগতির কার্যালয়ে জলবায়ু পরিষদের সভাপতি প্রাক্তন উপাধ্যক্ষ নাজিম উদ্দীনের সভাপতিত্বে, জলবায়ু পরিষদের সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সঞ্চালনায় এবং জলবায়ু পরিষদের প্রোগ্রাম ম্যানেজার সুপর্ণা, সদস্য রফিকুল ইসলাম ও সদস্য বেল্লাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এফজিডির শেয়ারিং মিটিং, আইলা দিবস পালন, প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান, ইউপি নারী সদস্যদের নিয়ে সমন্বয় সভা, জলবায়ু মেলা এ সকল কার্যক্রম সম্পর্কে সম্ভাব্য সময় নির্ধারন করা হয়। এসকল বিষয়ে সামগ্রিক মতামত পেশ করেন উপস্থিতিদের মধ্যে জলবায়ু পরিষদের সদস্য শেখ হারুণ-অর-রশিদ, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক আনিছুজ্জামন সুমন, সাংবাদিক আবু তালেব, ডাঃ আলী আশরাফ, চন্দ্রিকা ব্যানার্জি, শম্পা গোস্বামী, এ্যাড. মনসুর রহমান, পিজুস বাউলিয়া পিন্টু সহ জলবায়ু পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ও ভলেন্টিয়ারবৃন্দ।
Leave a Reply