শ্যামনগর ব্যুরো ঃ কাউকে পিছনে ফেলে নয়-“পানি সবার অধিকার, বাদ রবে না কেউ আর” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে জলবায়ু পরিষদ দিনব্যাপী র্যালী, আলোচনা সভা সহ অন্যান্য কর্মসুচীর মাধ্যমে বিশ^ পানি দিবস-২০১৯ উদযাপন করে। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামানের নেতৃত্বে এক বর্নাঢ্য র্যালী শ্যামনগর সদরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান। অন্যান্যদের ,মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুখ হোসাইন সাগর, পাউবো শ্যামনগরের কর্মকর্তা মাসুদ রানা, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জলবায়ু পরিষদ শ্যামনগরের সদস্য ও ভলান্টিয়ার বৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ।
অপর দিকে বিকাল ৪ টায় জলবায়ু পরিষদ কার্যালয়ে জলবায়ু পরিষদের আয়োজনে শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে শ্যামনগর উপজেলার সুপেয় পানির সংকট নিরসন, প্রকল্প প্রস্তাবনা, বিলবোর্ড স্থাপন, পুকুর খনন ও পুন:খনন এবং তথ্য সংগ্রহ ইত্যাদি বিষয়ে মত বিনিময় করা হয়। মত বিনিময় সভায় জনস্বাাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জলবায়ু পরিষদ, শ্যামনগর যৌথভাবে সুপেয় পানির সংকট নিরসনে কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর জলবায়ু পরিষদের সভাপতি, মোঃ নাজিমুদ্দীন, সদস্য, শেখ-হারুন-অর-রশিদ, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, শাহানা হামিদ, রনজিত বর্মন, এ্যাড. মুনসুর রহমান, দেবপ্রসাদ মন্ডল সহ অন্যান্য সদস্য ও ভলোন্টিয়ারবৃন্দ।
Leave a Reply