প্রাক্তন ফুটবল খেলোয়াড় সাতক্ষীরা পলাশপোল চৌরঙ্গী মোড় নিবাসী ডা: শেখ আকরাম হোসেন-(৬২) ২০ এপ্রীল ২০১৯ শনিবার বিকাল ৩.৩০ টায় যশোহর সিএম এইচ-এ চিকিৎসা রত অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহ ইন্নিইলাহে রাজেউন্। তিনি তার শৈশবকাল থেকে সাতক্ষীরা’র ঐতিহ্যবাহী ক্লাবপার্ক একাদশ ও পিকে, ইউনিয়ন ক্লাবের নিয়মিত ফুটবল খেলোয়াড় ছিলেন এবং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন, তিনি সোনালী অতীত ফুটবল খেলোয়াড় এসোসিয়েশনের সদস্য ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার হয়ে বিভিন্ন স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় দলের হয়ে এ্যাথলেট ও ফুটবল খেলায় কৃর্ত্বিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি ১ কন্যা- স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পিকেইউনিয়ন ক্লাবের সভাপতি বদরুল ইসলামখান, সাধারন সম্পাদক আ: মোমেন খান সান্টু, যুগ্ম সম্পাদক মাধব চন্দ্র দত্ত, ডিএফএ সভাপতি সিরাজুল ইসলাম খান, সোনালী অতীত ফুটবল এসোসিয়েশনের চেয়ারম্যান রেজোয়ান খান চৌধুরী মুন্না, সহপাটি খেলোয়াড় আহম্মদ আলী সরদার, শামসুদ্দোহা দুলু, ড. রবিউল ইসলাম খান, বাবলু চৌধুরী, মেহেদী হাসান, কবীর উদ্দিন, শফিউল ইসলামখান, মমতাজ হাসানখান, লিটন খান, মিল্টন খান, শেখ মাসুদুর রহমান, রফিকুর রহমান লালটু, ওলিয়ার রহমানসহ পিকেক্লাবের সকল সহযোগী সমর্থক ও অংগসংগঠনেরপক্ষ থেকে তার বিদেহীআত্মার শান্তি কামনা কওে গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করা হয়েছে।
Leave a Reply