সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুন বৃদ্ধির প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবারের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা খুলনা রোড মোড়, পোস্ট অফিস মোড়সহ শহরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু। সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মোস্তফা নূরুল আলম, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য এড. ওসমান গণি, ওবায়েদুস সুলতান বাবলু, স্বপন কুমার শীল, মশিউয়র রহমান পলাশ, সুধাংশু শেখর সরকার, সায়েম ফেরদৌস মিতুল, রুহুল আমিন, সাদিয়া পারভীন প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌর সভার সাপ্লাই পানির বিল অযৌক্তিভাবে দ্বিগুন বৃদ্ধি করা হয়েছে। একদিকে সংযোগ থাকা সত্বেও শহরের বহু গ্রাহক পানিই পান না। অন্যদিকে সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানিতে প্রায়শই ময়লা-আবর্জনা ও আয়রণের উপস্থিতি লক্ষ্য করা যায়। পানের অযোগ্য হওয়ায় বহু মানুষ বর্তমানে উচ্চমূল্যে বাজার থেকে পানি কিনে পান করতে বাধ্য হচ্ছেন। বক্তারা অবিলম্বে পৌর এলাকার সর্বত্র সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। এছাড়া লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুধাংশু শেখর সরকার, প্রকৌশলী আবেদুর রহমান, অধ্যক্ষ শিবপদ গাইন, প্রভাষক ইদ্রিস আলী প্রমুখ।
Leave a Reply