শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশ অপহৃত স্কুল ছাত্রী তাছনিয়া খাতুন (১৩) কে উদ্ধার করেছে। গত বুধবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ ইউপি সদস্য সেলিনা সাঈদের বাসা থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। তাছনিয়া নাটোর জেলার বাগাতিপাড়া থানার পুকুরপাড় গ্রামে মুজিবর রহমান প্রামানিকের মেয়ে ও স্থানীয় কৈপুকুরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। গত ২৬ মার্চ সকাল ১০টার দিকে স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যাওয়ার সময় তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহৃতের মামা মো. ইউনুস আলী শ্যামনগর থানায় অভিযোগ করে।
অভিযোগ সূত্র মতে, গত ২৬ মার্চ স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যাওয়ার সময় পথিমধ্যে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের খোকন মন্ডলের ছেলে জয়দেব মন্ডল (৩০) সহযোগী স্থানীয় আরএম পরিবহনের সুপার ভাইজার সুজন ওরফে শাকিলের সহযোগীতায় মাইক্রো যোগে শ্যামনগর নিয়ে আসে। অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হয়ে তাছনিয়ার মামা শ্যামনগর থানাকে অবহিত করার পরে পুলিশ অভিযান চালিয়ে তাছনিয়াকে উদ্ধার করে। তবে অপহরণকারী জয়দেব পালিয়ে যায়। ইউনুস আলী অপহরণকারী জয়দেবকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে। শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাছনিয়াকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণকারী জয়দেবকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply