সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুন বৃদ্ধির প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবরাহের দাবিতে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় চেয়ারম্যানের নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, নিত্যানন্দ সরকার, প্রকৌশলী আবেদুর রহমান, সুশাংশু শেখর সরকার প্রমুখ।
সভায় সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুন বৃদ্ধি, ময়লায়ুক্ত পানি সরবরাহের প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবারহের বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় নাগরিক আন্দোলন মঞ্চের এ যৌক্তিক দাবিকে সমর্থন জানান সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
এদিকে একই দিন সন্ধ্যায় হাটের মোড়, কুখরালী আমতলা মোড়, বাঙালের মোড়সহ শহরের বিভিন্ন স্থানে প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু। সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য এড. ওসমান গণি, সুধাংশু শেখর সরকার, ওবায়েদুস সুলতান বাবলু, স্বপন কুমার শীল, মশিউর রহমান পলাশ, আমির হোসেন খান চৌধুরি, রাশেদুজ্জামান রাশি, বীরমুক্তিযোদ্ধা মহসীন আলী, রওনক বাসার, এড. ইকবাল লোদী, এড. ফয়সাল, সাদিয়া পারভীন, প্রণয় সরকার, কিংসুখ, সাকিব প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির বিল অযৌক্তিভাবে দ্বিগুন বৃদ্ধি করা হয়েছে। একদিকে সংযোগ থাকা সত্বেও শহরের বহু গ্রাহক পানিই পান না। অন্যদিকে সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানিতে প্রায়শই ময়লা-আবর্জনা ও আয়রণের উপস্থিতি লক্ষ্য করা যায়। পানের অযোগ্য হওয়ায় বহু মানুষ বর্তমানে উচ্চমূল্যে বাজার থেকে পানি কিনে পান করতে বাধ্য হচ্ছেন। বক্তারা অবিলম্বে পৌর এলাকার সর্বত্র সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। এছাড়া লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply