কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান-মেম্বরদের প্রশিক্ষণ


শ্যামনগর প্রতিনিধিঃ শনিবার সকালে শ্যামনগর উপজেলায় নকশীকাঁথার আয়োজনে নিজস্ব কার্যালয়ে ভিএসও বাংলাদেশের সহায়তায় বিগলটারী ফান্ডের অর্থায়নে কাশিমাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বরদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে এক ওরিয়েন্টশনের আয়োজন করা হয়।
কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফের সভাপতিত্বে ওরিয়েন্টশনে ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য সহ প্রশিক্ষকের বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর। স্বাগত বক্তব্য রাখেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সুধাংশু মন্ডল,সীতা রানী বৈদ্য,রওশনয়ারা বীথি প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *